ঢাকা, শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫

জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৬৯ শতাংশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) তথ্যউপাত্ত বিবেচনায় নিয়ে গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির এ সাময়িক হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কোয়াটারলি প্রবৃদ্ধির (কিউজিডিপি) প্রতিবেদনে চূড়ান্ত এ হিসাব প্রকাশ করে। 

প্রতিবেদনে বলা হয়েছে- গত অর্থবছরের চতুর্থ কোয়াটার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ, যা দ্বিতীয় কোয়াটারে ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। তুলনামূলক প্রবৃদ্ধি কমেছে চতুর্থ কোয়াটারে এসে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ১৪ শতাংশ। সেই তুলানায় ২০২৪-২৫ অর্থবছরের শেষ কোয়াটারে প্রবৃদ্ধি বেড়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়,গত ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারের সাময়িক হিসাবে চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা,যা তার আগের অর্থবছরের একই কোয়াটারে ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা। 

প্রতিবেদনটিতে বলা হয়, স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারে কৃষি খাতে সাময়িক হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ১১ শতাংশ। এছাড়া শিল্প খাতে চতুর্থ কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ০৪ দশমিক ১০ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ০১ দশমিক ০৮ শতাংশ। সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারে প্রবৃদ্ধি হয়েছে, ২ দশমিক ৯৬ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ০৩ দশমিক ০৬১ শতাংশ। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি